লক্ষ্মীপুর (রায়পুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরে রায়পুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাঁর মোটরসাইকেলের পিছনে থাকা বড় ভাই মো. হোসেন গুরুতর আহত হয়। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ভুইয়ার রাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। নিহত দেলোয়ার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ফরাজী বাড়ীর আব্দুল মোতালেবের ছেলে।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া বলেন, রায়পুর সরকারি হাসপাতাল থেকে অসুস্থ ভাগ্নীকে দেখে দেলোয়ার ও তাঁর বড় ভাই হোসেন মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সড়কে ভুইয়ার রাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক দেলোয়ার। পিছনে থাকা গুরুতর আহত হোসেনকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যায়।