নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌরসভায় বিদ্যুৎ সংযোগ থাকবে না আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সারাদিন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭ টা থেকে ৯ টা এবং দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ বলেন, চৌমুহনী গ্রীডে জরুরী মেন্টেনেস কাজের জন্য আগামীকাল সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।