হবিগঞ্জের মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন অফিসার মন্তোষ মল্লিক।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী এ কার্যক্রম চলবে।
আরও পড়ুন- দুর্ভিক্ষ এড়াতে যুবলীগকে তৃণমূলে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সাংবাদিক আলমগীর কবির, আইয়ুব খান,সানাউল হক চৌধুরী শামীম, একরামুল হক, মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য আব্দুল কাইয়ুম ও এসআই রাজীব রায়।
অনুষ্ঠানের এক পর্যায়ে দূর্যোগকালীন সময়ে উদ্বার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের ব্যবহার প্রদর্শন করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।