ঢাকাMonday , 14 November 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. ফ্যাশন

লক্ষ্মীপুরে বিকাশের দুই প্রতারক এসপির হাতে আটক

Link Copied!

লক্ষ্মীপুরে বিকাশ দোকানে প্রতারণা করার সময় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের হাতে প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্য আটক হয়।

রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যা লক্ষ্মীপুর প্রেসক্লাব এলাকায় ‘ভূঁইয়া টেলিকম’ নামে একটি বিকাশ দোকান থেকে প্রতারক চক্রের সদস্য ওমর ফারুক (৪৪) ও মো. ফরহাদকে আটক করা হয়।

ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খাঁনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ও ফরহাদ একই জেলার মাইজদী পুরাতন কলেজ এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও বিকাশ দোকানদার সূত্রে জানা গেছে, বিকেলে অভিযুক্ত দুই ব্যক্তি একটি বিকাশ নম্বর থেকে ১০ হাজার টাকা উত্তলন করতে আসেন ভূঁইয়া টেলিকমে। বিকাশে ক্যাশ না থাকায় দোকানদার না করে দিলে তারা চলে যান। ফের তারা ওই দোকান এসে আবারও ১০ হাজার টাকা উত্তলন করতে চান। তখন বিকাশ দোকানদার তাদের কাছ থেকে পিন কোড নিয়ে দেখেন, তাদের বিকাশে মাত্র ৩’শ টাকা আছে। এনিয়ে বিকাশ দোকানদার ও তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। কিছুক্ষণ পর লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, এ এসপি(সার্কেল) সোহেল রানা ও সদর থানার ওসিসহ পুলিশের একটি দল ফুটপাত থেকে অবৈধভাবে দোকান গুলোকে সরিয়ে নিতে অভিযানে নামেন। এসময় বিকাশ দোকানদার রাকিব হোসাইন বিষয়টি পুলিশ সুপারকে ডেকে বিস্তারিত বলেন। পুলিশ সুপারের সন্দেহ হলে দুই প্রতারকে আটক করতে নির্দেশ দেয়।
তবে অভিযুক্ত দুই ব্যক্তির দাবি তারা ভাঙারি ব্যবসা করেন। তারা কোন প্রতারক নয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন শীর্ষ সংবাদকে জানান, পুলিশ সুপারের নির্দেশে তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
Durbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন
  • Social