দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার খানপুর, মুকুন্দপুর ও কাটলা ইউনিয়নের কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে বিরামপুর উপজেলা কৃষি চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ৩ হাজার ৯শত ৮০জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়।
আরও পড়ুন- চৌহালীতে উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুলে ইসরাম ইলিয়াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় সাংবাদিক, উপজেলার আগত কৃষকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল বলেন, ২০২২-২৩ইং অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সার-বীজ ও উপকরণ বিতরণ করা হয়। বিতরণের মধ্যে রয়েছে, ৩০০০ কৃষকের প্রতি জনকে সরিষা বীজ ১ কেজি, ৪০০ কৃষকের প্রতি জনকে গম বীজ ১ কেজি, ৪০০ কৃষকের প্রতি জনকে ভুট্টা বীজ ১ কেজি, ১০০ কৃষকের প্রতি জনকে সূর্যমুখী বীজ ১ কেজি, ৭০ কৃষকের প্রতি জনকে মুগডাল বীজ ১ কেজি এবং ১০ কৃষকের প্রতি জনকে পেঁয়াজ বীজ ১ কেজি এবং ৩৯৮০ কৃষকের প্রতিজনকে ১০ কেজি ডিএপি (ডেপ) ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হয়।