কুড়িগ্রামের উলিপুরে উপজেলার সকল এলাকায় হঠাৎ শীতে ঢাকা পড়েছে। উঁকি দিয়ে জানিয়ে দিচ্ছে শীতের আগাম বার্তা। ছবি দেখে শীতকাল মনে হলেও বাংলা পঞ্জিকায় ২৬ কার্তিক। রাতের আঁধার কেটে ভোরের আলো দেখা গেলেও মনে হয় না সকাল হয়েছে। তীব্র শিশির বিন্দু ঢেকে রেখেছে পুরো এলাকা। ফসলি জমির সবুজ আর ঘাস, গাছ-পালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য।
এ শিশির বিন্দু প্রকৃতির সৌন্দর্য গাছপালা লতাপাতা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা। প্রকৃতির পালাবদলে হেমন্তের সাথে সাথেই আসছে শীতের আগমন। কার্তিক মাসের বৃষ্টির পর প্রকৃতিতে লেগেছে শীতের হাওয়া। সন্ধার পর থেকে অনুভূত হচ্ছে শীত শীত ভাব। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়তেই গ্রামাঞ্চলে হালকা কুয়াশা পড়ছে। শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। দ্রুত পাল্টে যাচ্ছে আবহাওয়া।
আরও পড়ুন- বড়াইগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, ১ কোটি টাকার মানহানী ও ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ
গতকাল রবিবার ভোর থেকেই দেখা মেলে ঘন কুয়াশাচ্ছন্ন উলিপুর উপজেলা। দুর্ঘটনা এড়াতে অনেক যানবাহনকে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে। সকাল ১০টা পর্যন্ত কুয়াশা দেখা গেছে পুরো উপজেলায়। কুয়াশা ঢাকা ভোরে উপজেলার পৌর সদর বাজার এবং গ্রামের লোকজন ভোরে শরীর চর্চা করতে বের হন। যদিও দিনে চলছে কোথাও রোদ আবার কোথাও মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা। শেষ রাতে শীতে গা শির শির করে উঠছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ছে উলিপুরের চারদিকে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশির কণা। গাছে গাছে এখনো ফুটছে বকুল, শিউলিসহ নানা ফুল। মাঠে মাঠে বেড়ে উঠছে সবুজ ধান।
সারাদিন মিষ্টি রোদের খেলা চলছে। সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত নামার আগেই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে চারপাশটা। দিনে গরম, রাতে হিমালয়ের কুয়াশার শীতল হাওয়া আর ভোর রাতে ঘন কুয়াশার হাতছানি বলে দিচ্ছে শীত বেশি দূরে নয়। দিনের বেলা সূর্যের আলোর দেখা মিললেও দিন দিন তাপমাত্রা কমছে। এতদিন যারা হালকা বা পাতলা কাপড় গায়ে জড়িয়ে বের হতেন তারা এখন শীতের ভারী কাপড় পরতে শুরু করেছেন।
আরও পড়ুন- জামায়াত সম্পৃক্ত দলকে নিবন্ধন না দেওয়ার দাবি
শিশির ঢাকা রাস্তায় ঘুরতে আসা নয়ন, হাসিবুর, হাবিবুর, ছালাম সহ আরও অনেকে বলেন, আজ সকাল থেকে যে ভাবে তীব্র কুয়াশা দেখা যাচ্ছে এরকম শীত এখন এ সময় দেখিনি। তারা বলেন এমন কুয়াশা বলে দিচ্ছে শীত আর বেশি দূরে নেই।
যানবাহন চালক সালাম, ওবাইদুল, জাহাঙ্গীর সহ আরও অনেকে জানান, আজকে সকালে ঘণ কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা। সামনে কিছুই দেখা যায় না। এতে চলাচল করতে অসুবিধা হয়েছে। ভোর থেকে কুয়াশা পড়ায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। সাধারণত এ মাসে কুয়াশা পড়ে। কিন্তু আজ বেশি কুয়াশা দেখা যাচ্ছে।