কুড়িগ্রামের উলিপুরে ৫০০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবাসহ মোঃ লিটন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তবকপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র।
আরও পড়ুন- ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
জানা গেছে, গতকাল বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান, এএসআই আবুল হাশেম সহ সংগীয় ফোর্স তবকপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়াকে নিজ বাড়ী থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
আরও পড়ুন- ৫ দিনের রিমান্ডে ফারদিনের বান্ধবী বুশরা
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।