নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এর সাথে নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগষ্ট) বিকেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের অফিস কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সমাজ ও দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি ফরিদ উদ্দিন শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য শাহিন আলম সাজু, সদস্য শফিউল আলম প্রমূখ।