ইউক্রেনের মাটিতে রক্তক্ষয়ী যুদ্ধে ব্যস্ত রুশ-ইউক্রেনীয় যোদ্ধারা। এর প্রভাবে বিপাকে দুই দেশের জনগণও। তবে এসবে নিজেদের জড়াননি প্রতিবেশী দুই দেশের নাগরিক এক যুগল।
যুদ্ধ থেকে বেঁচে দূরের দেশ ভারতে এসে বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।
গত ২ আগস্ট হিমাচল প্রদেশের ধর্মশালায় ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে গাঁটছড়া বাঁধেন রাশিয়ান তরুণ সের্গেই নোভিকভ ও ইউক্রেনীয় তরুণী ইলোনা ব্রামোকা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত দুই বছর ধরে সম্পর্কে ছিলেন তারা। এরমধ্যে শেষ এক বছর ধরে হিমাচল প্রদেশের তেল আবিব খ্যাত র্মকোট গ্রামে বাস করছিলেন এই যুগল।
প্রতিবেদনে বলা হয়, ধর্মশালার এক আশ্রমের পুরোহিতই এক করেন তাদের চার হাত। বর-কনে দু’জনকেই পরানো হয় ভারতীয় পোশাক। বিনোদ শর্মা নামক এক ব্যক্তি এগিয়ে আসেন কন্যাদান করতে।
স্থানীয় বাসিন্দারাই দুই দলে ভাগাভাগি করে পাত্রপক্ষ ও কন্যাপক্ষ হয়েছিলেন বিয়েতে। স্থানীয় রীতিনীতি মেনেই বিবাহ হয় তাদের।