ঢাকাSaturday , 6 August 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. ফ্যাশন

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Link Copied!

হ্যামস্ট্রিংয়ে চোটে জিম্বাবুয়ে সফর শেষ লিটন দাসের। শঙ্কা আছে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও তাকে পাওয়া নিয়ে।

চোট আছে মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামেরও। এ দুজনের ব্যাপারে জাতীয় দলের ফিজিওকে ইতিবাচক মনে হয়েছে, ‘মুশফিক ব্যাটিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান। তবে পরের ম্যাচে মুশফিককে নিয়ে কোনো ঝুঁকি নেই। শরিফুলও বোলিংয়ের সময় ব্যথা পেয়েছিল। তাৎক্ষণিক ব্যথা পাওয়ায় কিছুটা অবশ বোধ করছিল।

অবধারিতভাবেই তাই একাদশে পরিবর্তন আসছে। ঢাকা থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম ও পেসার ইবাদত হোসেনকে।

রোববারের ম্যাচে লিটনের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নাঈমকে এবং শরিফুলের জায়গায় পেস আক্রমণে থাকতে পারেন ইবাদত।

অর্থাৎ রোববার দ্বিতীয় ওয়ানডেতে অন্তত দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ – এমনটাই বোঝা যাচ্ছে। বাংলাদেশ সময় সোয়া একটায় স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক),  মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০