ঢাকাSaturday , 15 October 2022

জার্মানিতে প্রথমবার মাইকে শোনা গেল আজানের ধ্বনি

Link Copied!

ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির স্থাপন করলো জার্মানি। দীর্ঘ আইনি জটিলতা ও সাংবিধানিক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে জার্মানির নর্দরাইন ওয়ে স্টফালেন অঙ্গরাজ্যের কোলন শহরের এহরেনফেল্ডে নির্মিত কেন্দ্রীয় মসজিদের মাইকে শুক্রবার (১৪ অক্টোবর) জুমার নামাজে প্রথমবারের মতো শোনা গেল আজানের ধ্বনি। শুক্রবার জুমার নামজের দিন মাইকে আজান দেন ২৯ বছর মসজিদের ইমাম মুস্তাফা কাদের। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ সিদ্ধান্ত সব ধর্মের মধ্যে সহনশীলতা বাড়াতে সাহায্য করবে। এসময় নামাজ আদায় করতে আসা মুসল্লী ও স্থানীয়রা।

এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কোলনের নগর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসরত তুরস্কের নাগরিকদের সংগঠন ‘দিতিব’-এর মধ্যে একটি চুক্তি হয়। এর মধ্যদিয়েই এ মসজিদটির মাইকে জুমার আজান দেয়ার বিষয়টি নিশ্চিত হয়।

শহরের মেয়র হেনরিয়েটে রেকার এই মসজিদটিতে সংস্কৃতির পাইলট প্রকল্পের আওয়তায় আসছে দুবছরের জন্য শর্ত সাপেক্ষে প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে ৩টার মধ্যেই মাত্র ৫মিনিট আজানের অনুমতি দেন। তবে শব্দের মাত্রা যাতে ৬০ ডেসিবেলের উপরে না যায় সেবিষয়েও খেয়াল রাখার কথা শর্তে উল্লেখ করা হয়।

আরও পড়ুন- আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় নয়ঃ স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে, নগর প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি অঞ্চলটিতে বসবাসরত সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরাও। তবে হঠাৎ করেই এমন একটি কঠিন সিদ্ধান্তে দেশটির সাধারণ নাগরিকসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থাও রয়েছে। বিশেষ করে রক্ষণশীল ও উগ্র চরমপন্থী রাজনৈতিক দলগুলো মসজিদে আজান দেয়ার এই মডেল প্রকল্পকে দেশের মূল্যবোধ ও সংস্কৃতি বিরোধী আখ্যা দিয়েছে। তাছাড়া অন্যান রাজনৈতিক দলগুলো জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে জার্মানিতে মুসলিমরা ভবিষ্যতে শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। যা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে।

এর আগে জার্মানির পশ্চিমের একটি শহরে আজান দেওয়া নিষিদ্ধ করেছিল একটি আদালত। তবে গতবছরের সেপ্টেম্বরে তুরস্কের মুসলিম অভিবাসীদের ধর্মীয় সংগঠন দিতিব দেশটির উচ্চ আদালতে আপিল করলে উচ্চ আদালত নিম্ম আদালতের দেয়া বতিল করেন।

ওই সময় আদালত জানান, মসজিদে আজান ধর্মীয় অধিকার। রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারে না এবং এ অধিকার অন্য ধর্মের অধিকারেও হস্তক্ষেপ করে না। ২০১৮ সাল থেকে সেখানে আজান নিষিদ্ধ হয়েছিল। জার্মানির ওই আদালত জানিয়ে দিয়েছে, সপ্তাহে একদিন যেভাবে সেখানে আজান দেওয়া হতো, তা আগের মতোই করা যাবে। শুধু তাই নয়, আগে ওই মসজিদে সপ্তাহে একদিন ২ মিনিট ধরে আজান দেয়া হতো।

দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, জার্মানির ১৬টি প্রদেশে প্রায় ৫০ লাখের বেশি অভিবাসী মুসলিম বসবাস করছেন। ধর্মপ্রাণ এসব মুসল্লির কথা ভেবেই ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর জার্মানি সফরকালে দৃষ্টিনন্দন এহরেনফেল্ড কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০