‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আজ ফাইনালে বাবর আজমের দল খানিকটা চাপেই পড়ে গিয়েছিল। তবে মোহাম্মদ নওয়াজ দলকে সেই চাপ মুক্ত করেন। তার ঝড়ো ব্যাটিংয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান।
১৬৪ রানের লক্ষকে তারা৷ করে খেলতে নামে পাকিস্তান। অবশ্য পাকিস্তানের জন্য খুব একটা বড় স্কোর নয় এটি। কিন্তু মাঝপথে দুইবার জোড়া আঘাত, তাতে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে পড়ার দশা।
কিন্তু যেই মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা, সেই পজিশনে থাকা ব্যাটসম্যানরা দাঁড়িয়ে গেলেন। বাংলাদেশের বিপক্ষে আগের দিনের মারকুটে ব্যাটিং প্রদর্শনী মোহাম্মদ নওয়াজ করলেন ফাইনালেও।
হায়দার আলী মাত্র ১৫ বল ক্রিজে থাকলেও রানের গতি বাড়িয়ে দিয়ে যান।
আরও পড়ুন- ইমাম মুয়াজ্জিন খাদেমঃ সম্মানিত তিনজন
১৬ ও ১৭তম ওভারে তিন বলের ব্যবধানে হায়দার ও আসিফ ফিরে গেলেও নওয়াজ একপ্রান্ত থেকে বাউন্ডারি ও সিঙ্গেল-ডাবলসে দলের অনিশ্চয়তা দূর করে দেন। ইফতিখার আহমেদের ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংসও বলার মতো। শেষ ওভারে দরকার হয় ৪ রানের।
আগের ৩ ওভারে ২৫ রান দেওয়া ব্লেয়ার টিকনার ৪ রান আটকানোর কঠিন দায়িত্ব পান। শেষ ওভারের প্রথম বলে ইফতিখার নেন সিঙ্গেলস, নওয়াজও পরের বলে তোলেন এক রান। ইফতিখার আর অপেক্ষা করেননি, তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দলকে জেতান।
২২ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন নওয়াজ, ১৪ বলে ২৫ রান করেন ইফতিখার।