ঢাকাThursday , 13 October 2022

পূজা চেরির সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব

জে এম আলী নয়ন
October 13, 2022 7:48 pm
Link Copied!

সম্প্রতি শাকিব খানের সঙ্গে পূজা চেরির বিয়ে নিয়ে চলছে নানা গুঞ্জন। বলা হচ্ছে ২২ সেপ্টেম্বর বিয়ে করেছেন শাকিব-পূজা। শুধু তাই নয়, শাকিব খানকে বিয়ে করার জন্য সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পূজা চেরি। এর আগে পূজা চেরি বিষয়গুলোকে মিথ্যা ও গুজব বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এবার মুখ খুললেন শাকিব খান নিজেও।

যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।-
-শাকিব খান, চিত্রনায়ক

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বিষয়গুলোকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে শাকিব খান লেখেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’

আরও পড়ুন- আওয়ামী লীগ-সিইসির ভাগাভাগি কম হওয়ায় উপনির্বাচন বন্ধঃ মির্জা ফখরুল

পূজা চেরির প্রসঙ্গ টেনে শাকিব খান লেখেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’

আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে শাকিব খান লেখেন, ‘আর এসব ভুয়া বিষয়গুলোর ওপর ভিত্তি করে গত কয়েক দিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০