বর্ণাঢ্য র্যালি, আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী লক্ষ্মীপুরে পালিত হয়েছে। “দুনিয়ার মজদুর এক হও-বাংলার মেহনতি মানুষ এক হও” “শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য” এমন স্লোগানকে সামনে রেখে ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার বিকালে জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে শহরের বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সংগঠনটির সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটোয়ারী, জেলা কৃষকলীগের আহ্বায়ক সিএম আব্দুল্লাহ, জেলা শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদ ভূঁইয়া, সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগের ৫৩ বছরে রয়েছে নানা ইতিহাস, ঐতিহ্য, গৌরব, আন্দোলন, সংগ্রাম ও সফলতা।