ঢাকাWednesday , 12 October 2022

লক্ষ্মীপুরে আগুনে কিশোরীর মৃত্যু : মা-ভাই দগ্ধ

Link Copied!

লক্ষীপুরে একটি বসতঘর জ্বলেপুড়ে ছাই হয়ে গেছে। এতে আনিকা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়। দগ্ধ হয় তার মা জোৎনা বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদ (৯)। দগ্ধ মা-ছেলেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০ টার দিকে মুঠোফোনে কিশোরীর মৃত্যু ও অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করছেন, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস (স্টেশন অফিসার) রণজিৎ কুমার সাহ্।

এর আগে মঙ্গলবার দিবাগত-রাত ১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের (২নং ওয়ার্ড) গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে
আনোয়ার হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইসময় ঘরে থাকা আনোয়ারের কিশোরী কন্যা আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়। আহত হয় তার স্ত্রী ও ছেলে রোকন মাহমুদ।

লক্ষীপুর ফায়ার সার্ভিস রণজিৎ কুমার সাহা জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা আসার পূর্বেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। একজনের মৃত্যু হয়। দুইজন দগ্ধ হয়, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্কঃ

শীর্ষ সংবাদ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 646

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…