গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ১২, ২০২২ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।

ব্যাপক অনিয়মসহ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোট বন্ধের ঘোষণা দেন।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এর আগে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘ব্যাপক অনিয়মের কারণে ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসিটিভির মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করছি। আপনারাও দেখছেন কী হচ্ছে। কোনো কেন্দ্রে অনিয়ম হওয়ার সঙ্গে সঙ্গেই ভোট গ্রহণ বন্ধ করে দিচ্ছি।’

আরও পড়ুন- লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুধবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে কেন্দ্র দখল, গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়া, আঙুলের ছাপ নেওয়ার পর ভোটারকে তাড়িয়ে দেওয়াসহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগে ৪৪টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। অবশেষে নির্বাচনই বন্ধ করল নির্বাচন কমিশন।

প্রথম সংবাদ সম্মেলনে সিইসি আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশন, স্বাধীন কমিশন। আমরা ভোটটাকে সত্যিকার অর্থে ভোট হিসেবে দেখতে চাই। কিছু অনিয়ম দেখা গেছে, ওখানে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা যাচ্ছে না। এতে সঠিক জনমতের প্রতিফলন হবে না। সে কারণে আমরা ওই সেন্টারগুলোকে বাতিল করে দিয়েছি।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5140

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।