দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমীক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা ও পৌর শ্রমীক লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া খায়ের মাধ্যমে প্রতিষ্ঠ বার্ষিকী পালন করা হয়।
আরও পড়ুন- বিদ্যুতের দাম বাড়ছে, বৃহস্পতিবার ঘোষণা
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, উপজেলা শ্রমীক লীগের সভাপতি গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর কৃষক লীগের সাদারণ সম্পাদক রাকিব হাসান ডালিম সহ অনেকে।