জাতীয় সংসদের পিরোজপুর-১ আসনের (সংরক্ষিত নারী আসন-১৯) সংসদ সদস্য শেখ এ্যানী রহমান (৬৩) আজ মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে থাইল্যান্ডের বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার তার মরদেহ দেশে নিয়ে আসা হতে পারে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতিতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী শেখ এ্যানি রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন- লোডশেডিং পরিস্থিতি আরো কিছুদিন অব্যাহত থাকবেঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন শীর্ষ সংবাদকে জানান, শেখ এ্যানি রহমান ব্লাড ক্যান্সার কিডনিজনিত সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার এ্যানী রহমানের মরদেহ দেশে নিয়ে আসা হবে। এরপর পিরোজপুর নিয়ে তার নামাজের জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শেখ এ্যানী রহমান স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে সংসদ সদস্য হন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী। শেখ এ্যানী রহমান পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। শেখ এ্যানী রহমানের বাবা প্রয়াত এ্যাডভোকেট এনায়েত হোসেন খান তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৯ সালে ২০ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন এ্যানি।