গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

হামলার তথ্য নিশ্চিত করে পুতিনের নতুন হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্কঃ
অক্টোবর ১০, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের বিভিন্ন শহরে আজ সোমবার মুহুর্মুহু হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, আজ সকালে অন্তত ৭৫ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে নতুন করে বলা হয়েছে, রাশিয়া মোটে ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরমধ্যে ৪৩টি ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করার একদিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী এই হামলা চালিয়েছে। রিপোর্ট, হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে।

আরও পড়ুন- চরাঞ্চলে চলছে মহিষ পালন

এদিকে সর্বশেষ, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে চালানো এসব হামলার তথ্য নিশ্চিত করে নতুন করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক ভিডিও বার্তায় পুতিন বলেছেন, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র জ্বালানি, সামরিক ও যোগাযোগ স্থাপনায় আঘাত হেনেছে। একইসঙ্গে তিনি হুঙ্কার দিয়ে অঙ্গীকার করেছেন রুশ ভূখণ্ডে পরবর্তীতে যেকোনো সন্ত্রাসী হামলার জবাব হবে কঠোর।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনা নিয়ে রুশ নেতা আজ দেশটির নিরাপত্তা পরিষদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।