সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ হয়ে যাওয়া লিফটের ভিতর হতে এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯সেপ্টেম্বর) বেলা আনুমানিক ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম সৈয়দ আলী মণ্ডল (৮৬)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের মৃত এজাহার আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত সৈয়দ আলী গত বুধবার হতে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ১ দিন আগে মঙ্গলবার বাড়ি হতে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সদর হাসপাতালে যান। সেখান থেকে ওষুধ কেনার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তার আর কোন খোঁজ মেলেনি। নিখোঁজের বিষয়ে সদর থানায় জিডি করা হয় এবং বুধবার বিকালে মাইকিংও করা হয়।
আরও পড়ুন- বাল্যবিয়েঃ হিলিতে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা বলেন, ‘আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটির কারণে আমি হাসপাতালে যাইনি। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের লিফটম্যান আরিফুর রহমান আমাকে মুঠোফোনে জানান, হাসপাতালের নীচতলা ও দোতলায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর তিনি লিফট খুলে দেখেন, নিচে একটি মরদেহ পড়ে রয়েছে।’
তিনি জানান, এরপর সাতক্ষীরা সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ডোমের মাধ্যমে দুপুর পৌনে ২টার দিকে মরদেহটি উদ্ধার করে। হাসপাতালের প্রধান ফটকের নিচতলার ৪টি লিফটের মধ্যে ৩টি লিফট ২ সপ্তাহ ধরে নষ্ট। শুধুমাত্র ৪ নম্বর লিফটটি চালু রয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে সবকিছু বলা যাবে, তবে ধারণা করা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া লিফটে অসাবধানতাবশত পড়ে মারা যেতে পারে সৈয়দ আলী। নিহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ ইতিমধ্যে মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।