নজরকাড়া রণকৌশল আর মহড়ার মাধ্যমে ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ভারতীয় বিমান বাহিনী। শনিবার (৮ অক্টোবর) চণ্ডিগড়ে ছিল দৃষ্টিনন্দন এ উপস্থাপনা। খবর হিন্দুস্তান টাইমসের।
কমপক্ষে ৮০টি উড়োযান অংশ নেয় এ প্রদর্শনীতে। এর মধ্যে ছিল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তুলনামূলক হালকা যুদ্ধ হেলিকপ্টার ‘প্রচণ্ড’। এ দিন উইপেন সিস্টেম ব্রাঞ্চ নামে একটি নতুন বিভাগ উদ্বোধনের ঘোষণা আসে। যেটির কাজ হবে ভূভাগে প্রতিষ্ঠিত অস্ত্র-প্রযুক্তির সাথে বিমান বাহিনীর বিশেষায়িত যানগুলোর সমন্বয় করা।
আরও পড়ুন- ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশের টানা পরাজয়
দেশের সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে আটকা পড়া মানুষদের উদ্ধারেও কাজ করে ভারতের বিমান বাহিনী। ২০১১ সালে উত্তরাখান্ডের বন্যা চলাকালে তারা প্রশংসনীয় ভূমিকা পালন করে। ব্রিটিশ রয়েল এয়ার ফোর্সের সহায়ক হিসেবে ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় বিমান বাহিনী।