তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
রোববার (৯ অক্টোবর) সকালে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তা সেচ প্রকল্প পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত লি জিমিং। তিস্তা সেচ প্রকল্প পরিদর্শন করে তিনি অনেক খুশি হয়েছেন।
এসময় তিনি জানান, বাংলাদেশ সরকার চীন সরকারকে অনুরোধ করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। বর্তমানে প্রকল্পটির সব তথ্যাদি চীন সরকারের সংশ্লিষ্ট দফতরে নিরীক্ষার কাজ চলছে। আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রকল্পটি স্থানীয়দের জন্য অনেক উপকারী। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয়দের উন্নয়ন হবে।
আরও পড়ুন- ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশের টানা পরাজয়
এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হক, ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনসহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সহ ৩ সদস্য বিশিষ্ট একটি দল লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলায় চীনা কোম্পানী কৃর্তক বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন।