ঢাকাSunday , 9 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • দ্বিতীয় ওভারেই ফিরলেন মিরাজ

    জে এম আলী নয়ন
    October 9, 2022 12:35 pm
    Link Copied!

    ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানকে ১৬৭ রানে আটকে দিতে পারলেও ২১ রানে হারে নুরুল হাসান সোহানের দল। ম্যাচের পর সোহানের কণ্ঠে ঝরে হতাশা। তার কথায় ফুটে ওঠে এখনও অনেক জায়গায় ঘাটতির বিষয়টি। বারবারই বলেন উন্নতি করার তাড়নার কথা।

    ক্রাইস্টচার্চে রোববার (৯ অক্টোবর) সেই ঘাটতিগুলো পূরণের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এবার দলের নেতৃত্বে সাকিব আল হাসান।

    টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেই একই ব্যর্থতার পুনরাবৃত্তি। ওপেনিং জুটি থেকে এবার এলো মাত্র ৫ রান। ২য় ওভারের ৪র্থ বলেই ওপেনার মিরাজকে সাজঘরে ফেরালেন পেসার টিম সাউদি।

    আরও পড়ুন- ত্রিবার্ষিক সম্মেলনে কে হচ্ছে মদন উপজেলার নৌকার মাঝি?

    নিজের প্রথম ওভারেই সফলতা দেখলেন সাউদি। লফটেড শট খেলতে গিয়ে মিলনের হাতে ধরা পড়লেন মিরাজ। ৫ বলে ৫ রান করলেন এ স্পিন-অলরাউন্ডার। মিরাজের পর ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গী হয়ে নেমেছেন লিটন দাস।

    সাব্বিরের বদলে একাদশে সুযোগ পেয়ে খুব ভালোভাবে না হলেও মোটামুটি ভাল শুরু করেছেন শান্ত। ২০ বলে ২১ রান করেছেন ইতোমধ্যে।

    খেলার এ পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৩০ রান।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০