ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।
শনিবার (৮ অক্টোবর) সকালে নাসিকের ঔরঙ্গাবাদ এলাকায় ডিজেলবাহী একটি ট্রেলার ট্রাককে ধাক্কা দিলে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী বলে জানিয়েছেন নাসিকের ডেপুটি কমিশনার অব পুলিশ অমল তাম্বে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন- ডিসি-এসপিদের সঙ্গে আজ বৈঠক করবে ইসি
মহারাষ্ট্রের পুলিশ বলেছে, তারা এখনও নিহতের প্রকৃত সংখ্যা জানে না। এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বাসটি বিলাসবহুল ছিল। বাসের ভেতরে কতজন যাত্রী ছিল তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন হতাহতদের উদ্ধার করতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ লাখ করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া মহারাষ্ট্র সরকার আহতদের চিকিৎসার খরচ বহন করবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী দাদা ভুসে।