biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSaturday , 8 October 2022
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
 • শেয়ার করুন-

 • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
 • উপহার দিলে আমাকে বই নাহয় গাছ দেবেনঃ শিক্ষামন্ত্রী

  Link Copied!

  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাকে সম্মান জানানোর জন্য কোনো উপহার দেওয়ার দরকার নেই। যদি আমাকে কিছু দিতেই হয়, তাহলে আমাকে একটি বই দেবেন, নাহয় একটি ছোট গাছ দেবেন।’

  শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ডাব্লিউভিএ মিলনায়তনে রেডিয়েন্ট বনসাই সোসাইটি আয়োজিত ‘১২তম বার্ষিক বনসাই প্রদর্শনী’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

  শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে এখন গাছ লাগানোর একটা চর্চা হচ্ছে। আমার নিজেরও বাগানের ভীষণ শখ, অসম্ভব রকমের শখ আছে। আমার একটি যৌথ উদ্যোগ আছে, আমার এক আত্মীয়ের সঙ্গে। তিনি তার (গাছের) যত্ন নেন। আর ওটার প্রশংসা করি, আপতত এই অবস্থায় আছে।’

  দীপু মনি বলেন, ‘যদি অবসরে যাওয়ার সুযোগ হয় এবং তখনো বেঁচে থাকি, তাহলে হয়তো তখন নিজে যত্ন নিতে পারব। গাছের পরিচর্যাও ভালো অভ্যাস, শরীর ও মনের জন্য ভালো। আমরা সবুজকে ভালোবাসব, সারা দেশে সবুজের বিস্তৃতি ঘটাব। গাছ স্বাস্থ্যের জন্য দরকার, পরিবেশের জন্য দরকার।’

  আরও পড়ুন- সড়কে প্রাণ ঝরলো ৩ সহপাঠীর

  তিনি বলেন, ‘পুরো বিশ্বটাতে এই যে জলবায়ু পরিবর্তন- শীতটা ছোট হয়ে গেছে, বর্ষাটা এলোমেলো। আর গ্রীষ্মটা ভীষণ রকমভাবে চেপে বসেছে আমাদের ওপরে। এই জলবায়ু পরিবর্তন কারও জন্যই ভালো না। সারা পৃথিবীতে খাদ্য উৎপাদন ব্যাহত হবে, নানান ধরনের রোগ-বালাই হবে। আগে ‍ঋতুর সঙ্গে যে ছন্দটা ছিল, সেই ছন্দের পতন ঘটছে।’

  তিনি আরও বলেন, ‘আমরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারি। আর যেন ব্যাঘাত না ঘটে, খারাপ দিকে না যাই, গাছের যত্ন নিতে হবে, সবুজের বিস্তৃতি ঘটাতে হবে। যারা বড় আকারে প্রকৃতিকে ঘরের মধ্যে নিয়ে আসবার নান্দনিকতার চর্চা করেন, তাদের প্রতি অনেক অনেক শুভ কামনা। এটি (বনসাই) হয়তো বাংলাদেশে শিল্প হিসেবে শক্ত-পোক্ত হিসেবে দাঁড়িয়ে যাবে।’

  শীর্ষসংবাদ/নয়ন

  biggapon বিজ্ঞাপন

  জে এম আলী নয়ন

  সর্বমোট নিউজ: 4964

  Share this...

  বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
  ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
  biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
 • আমাদেরকে ফলো করুন…