ঢাকাThursday , 6 October 2022

ইথিওপিয়ায় স্কুলে বিমান হামলায় অর্ধশতাধিক নিহত

Link Copied!

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের একটি স্কুলে বিমান হামলায় সেখানে আশ্রয় নেওয়া অন্তত ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ফেডারেল ও আঞ্চলিক সরকারের সঙ্গে দুই বছর ধরে সংঘাত চলাকালে আদি দাইরো শহরে এই বিমান হামলাকে সবচেয়ে মারাত্মক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন- ‘মিনিকেট নামে কোনও চাল বিক্রি করা যাবে না’

বুধবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য দিয়ে রয়টার্স জানায় এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। এরই মধ্যে সংঘাতের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন।

তবে এ ঘটনায় ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেজেসে টুলু, সামরিক মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেনে সেয়ুম কোনো মন্তব্য করতে রাজি হননি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০