টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতা চলছেই। সেই ধারাবাহিকতায় এবার জিম্বাবুয়ের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিক দল।
শেষ বলে ক্যাচ তুলেছিলেন নাসুম আহমেদ। ব্র্যাড এভান্স মিস করে গেলেন সেটি। তাতে কিছু যায় আসেনি জিম্বাবুয়ের। তারা মেতেছে উল্লাসে। প্রথমবারের মতো বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ের সময় ১৪তম ওভার শেষেও যে দলটির স্কোর ছিল ৬ উইকেটে ৭৬ রান, তারাই হারারেতে সিরিজের শেষ ম্যাচটি জিতেছে ১০ রানে।
রান তাড়ায় আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। মাঝে মাহমুদউল্লাহর সঙ্গে আফিফ হোসেনের ৩০ বলে ৩৯ রানের পর শেষ দিকে এসে মেহেদী হাসান ও আফিফের ২৪ বলে ৩৪ রানের জুটি ছাড়া সে ভাবে দাঁড়াতে পারেনি কোনো জুটি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।