২০২১ সালে ‘জোড়ি ব্রেকারস’-এ বিপাশা বসুর সাথে জুটি বাঁধার আগে থেকেই তার প্রতি আকৃষ্ট ছিলেন আর মাধবন। নিজ মুখেই সেই ভাল লাগা স্বীকার করেন ‘থ্রি ইডিয়টস’-এর এই অভিনেতা।

সম্প্রতি মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিপাশার প্রতি অবশ্যই আকৃষ্ট হয়েছিলাম। ও যে অসাধারণ সুন্দরী।’

তিনি আরো বলেন, ‘পর্দায় রসায়নকে জীবন্ত করে তুলতে বাস্তবেও আপনাকে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে হবে। আমি অবশ্যই বিপাশার প্রতি আকৃষ্ট হয়েছি। সে অসাধারণ সুন্দরী একজন নারী। আমার মনে হয়, বাস্তবে কারো প্রতি অনুভূতি থাকলে তবেই সেটাকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ হয়।’

এদিকে, ২০১৬ সালে অভিনেতা করণ সিংহ গ্রোভারের সাথে গাঁটছড়া বাঁধেন বিপাশা বসু। অন্যদিকে, মাধবন সম্প্রতি স্ত্রী সরিতা বিরজের সাথে ২৩তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।