biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSaturday , 30 July 2022
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • ঘুরতে গিয়ে তারা এখন শুধুই স্মৃতি

    Link Copied!

    চট্টগ্রামের হাটহাজারীর আর অ্যান্ড জে কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক তারা। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ছুটির দিনে বেড়াতে গিয়েছিলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায়। সেখানে গিয়ে ঝরনার পানিতে হৈ-হুল্লোড় করেন তারা। নানা ভঙ্গিতে ছবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ারও করেন। কিন্তু ফেরার পথে তাদের সেই আনন্দ পরিণত হয় বিষাদে। তারা এখন শুধুই স্মৃতি। মুহূর্তে লাশ হয়েছেন ১১ জন। আরও পাঁচজন কাতরাচ্ছেন হাসপাতালে।

    নিহত ১১ জনের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। তারা হলেন কোচিং সেন্টারের চার শিক্ষক জিসান, সজীব, রাকিব ও রেদোয়ান। কেএস নজুমিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হিশাম, আয়াত, মারুফ, তাসফির ও হাসান। এছাড়া মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা নিরু।

    আহত পাঁচজন হলেন— একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মাহিম (১৮), তানভীর হাসান হৃদয় (১৮), মো. ইমন (১৯), এসএসসি পরীক্ষার্থী তছমির পাবেল (১৬) ও মো. সৈকত (১৮)।

    জানা যায়, কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী খৈয়াছড়া ঝরনাসহ মিরসরাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র দেখতে ৫০০ টাকা করে চাঁদা তোলেন। সকালে মাইক্রোবাস নিয়ে রওয়ানা দিয়ে খৈয়াছড়া ঝরনায় যান। সেখান থেকে ফেরার পথে দুপুর পৌনে একটার দিকে মিরসরাইয়ের বড় তাকিয়া স্টেশনে ঢোকার মুখে রেলক্রসিংয়ে ঘটে এই দুর্ঘটনা। ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন তাদের বহনকারী মাইক্রোবাসটিকে টেনে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী দাবি করেন, ট্রেন আসায় গেইটম্যান সাদ্দাম হোসেন বাঁশ ফেলে রাস্তা আটকে দিয়েছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে। এতে মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং এই অবস্থায় মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার পথ ছেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি।

    রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার পরপর গেটকিপারের তিনি কথা বলেছেন। গেটকিপার তাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

    ইতোমধ্যে গেটম্যান সাদ্দামকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে তার গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলওয়ে কর্মকর্তা।

    এদিকে ১১ জন নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্ব রেলের ডিটিও আনসার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ে কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…