XJatyo XBudget cover বাজেট কভার
ঢাকাTuesday , 26 July 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
biggapon বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • শেয়ার করুন-

  • এত ওপেনার দিয়ে কী হবে!

    শীর্ষ সংবাদ
    July 26, 2022 8:22 pm
    Link Copied!

    ঢাকা:

    বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই আঘাত করেছে এক দমকা হাওয়া। আর সেটা নব জাগরণের হাওয়া। টি-টোয়েন্টি দলে এসেছে আমুল পরিবর্তন। দলে নেই সিনিয়র খেলোয়াড়। বন্দনায় ভেসে গেছে গোটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    প্রশংসায় পঞ্চমুখ। এমন এক সাহসী সিদ্ধান্তের জন্যে বাহবা তাদের প্রাপ্যই। তবে মাঝে নির্বাচকদের খানিকটা ভীতি চাপা পড়ে গেছে। তার খেয়াল যেন কেউই রাখেনি।

    বাংলাদেশ এই মাসের শেষেই যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজে। সেখানে খেলবে তিনটি টি-টোয়েন্টি। তার জন্যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে। একেবারে তারুণ্যে ঠাসা একটা দল। তবে সমস্যাটা হচ্ছে দলের ১৫ সদস্যের পাঁচজনই ওপেনার। হ্যাঁ, ঠিক ধরেছেন। বাংলাদেশ পাঁচজন ওপেনার নিয়ে খেলতে যাবে জিম্বাবুয়ের বিপক্ষে।

    এখানে একটা জিনিস স্পষ্ট বাংলাদেশের নির্বাচকেরা তাদের নিয়মিত ওপেনারদের ভরসা করতে পারেন না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিংয়ের একটা দিক লম্বা সময় ধরে সামলাচ্ছেন তামিম ইকবাল খান। তিনি অবশ্য টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন।

    অবসরের ঘোষণা আসার বহু আগে থেকেই তিনি ছিলেন টি-টোয়েন্টি দলের বাইরে। এ সময়ে বাংলাদেশ বহুবার একটা কার্য্যকর ওপেনিং জুটি খুঁজে বের করবার চেষ্টা করছে।

    সে অভিযান মনে হয় এখনও অব্যাহত। একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যে সর্বোচ্চ তিনজন ওপেনার থাকতে পারেন দলে। যে কোন রকম ইনজুরি এলে যেন আরও একজন ওপেনারকে পাওয়া যায়। আটখানা নতুন উদ্বোধনী জুটি গড়েছে বাংলাদেশ বিগত এক বছরে। তবে সাফল্যের দেখা মেলেনি। একমাত্র নাঈম শেখ ছাড়া ওপেনিং পজিশনে ধারাবাহিক রান করা ব্যাটার নেই একজনও।

    আবার নাঈমের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে তো নিন্দার ঝড় বয়ে যায়। উভয় সংকটের মাঝে নির্বাচকেরা। তাই তিনি আপাতত দৃশ্যপটের আড়ালে থাকছেন। কিন্তু ওই যে ওপেনিং নিয়ে একটা শঙ্কা রয়েই গেছে। এখানটায় পরিকল্পনার বড্ড অভাব। সেদিকটা স্পষ্ট।

    জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে রয়েছেন যথাক্রমে মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন। নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ইমন। আগে স্কোয়াডে ডাক পেলেও তার অভিষেক এখনও হয়নি।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশ দলে ছিল চারজন ওপেনার। বাদ ছিল ইমন। তাকে যুক্ত করে ওপেনারদের ট্যালিটা আরেকটু ভরাট হল। এতে করে সমস্যা হচ্ছে আমরা বিশ্বকাপের তিনমাস আগেও নিজেদের ওপেনিং জুটি নিয়ে নিশ্চিত নই। অথচ তামিমের অবর্তমানে ঠিকঠাক মুনীম শাহরিয়ার ও লিটন দাস জুটিকে সময় দিয়ে তাদেরকে তৈরি করে নেওয়া যেত।

    আবার বাম-হাতি, ডান-হাতি কম্বিনেশনের কথা মাথায় রেখে শান্তকে বাজিয়ে দেখে নেওয়ার দরকার ছিল আগেই। যেহেতু তিনি লম্বা সময় ধরেই নেই রানে, সেহেতু তার দলের থাকাটা প্রশ্নবিদ্ধ। হয়ত সাকিবের অবর্তমানে তিন নম্বরে খেলানো হতে পারে শান্তকে। তবে তিনি রয়েছে তার আত্মবিশ্বাসের তলানিতে। এমন পরিস্থিতিতে তাকে দলের সাথে নিয়ে যাওয়া মানেই বাড়তি এক বোঝা।

    অন্যদিকে এনামুল হক বিজয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত এক সময় পার করেছেন। সেটা ছিল ওয়ানডে ফরম্যাট। তবে জাতীয় দলে ফেরার পর এই ফরম্যাটায় তিনি যেন অবহেলিত। টি-টোয়েন্টিতে স্বল্প সময়ে তাকে দলে সুযোগ দেওয়াটাও তো বাকামি। তিনি বরং আবার তলিয়ে যেতে পারেন অতলে। অথচ পারভেজ হোসেন ইমনের সম্ভাবনা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে।

    তিনি মাথা খাটিয়ে পাওয়ার-প্লে ঠিকঠাক ব্যবহার করতে জানতেন। তাছাড়া তার কব্জির জোরও মন্দ নয়। আর পেশিশক্তিও রয়েছে মন্দের ভাল। এমন একজন খেলোয়াড় ছিল রাডারে। তবে তাকে সময় দেওয়া হয়েছে। সেটা বেশ ভাল দিক। কিন্তু হুট করে বিশ্বকাপের আগে দলের সাথে তাকে সংযুক্ত করে দেওয়া বা তাঁকে খেলতে নামিয়ে দেওয়া কি আদৌ কোন ভাল সিদ্ধান্ত। ভীষণ চাপের মুখে তিনি নিজের সেরাটা দিতে ব্যর্থ হবেন নিশ্চয়ই।

    এই যে বিশ্বকাপের মাত্র কয়েকটা মাস বাকি। আক্ষরিক অর্থে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে পারফরমই করতে পারেনি। অন্তত নির্বাচকদের উচিৎ ছিল ২০২২ বিশ্বকাপের আগে বাকি থাকা সময়গুলোতে একটি জুটির উপর আস্থা রাখা। তাদেরকেই সময় দিয়ে যাওয়া। তবে এই যে পাঁচ ওপেনার সংযুক্তি মনে প্রশ্ন জাগায়, বাংলাদেশ এখনও ওপেনার নিয়ে সন্দিহান!

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…