ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ির রামগড়ে ৪ জন ভিক্ষুককে নগদ অর্থ সহ গবাদিপশু (গরু) বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও শহর সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষের সামনে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
আরও পড়ুন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুধবার
এছাড়াও অনুদান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দিদারুল আলম, আইসিটি প্রোগ্রামার মোহাম্মদ রেহান উদ্দিন সহ সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখিত অনুদান ১জনকে ভিক্ষুক কে ব্যবসা করার জন্যে নগদ ১০হাজার টাকা প্রদান ও ৩জন কে গরু দেওয়া হয়।