নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বের হওয়া যুবদলের শোক র্যালী পুলিশি বাঁধায় পন্ড হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সারে ১০ টায় শহরের কামারপট্টি সড়ক থেকে ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতা-কর্মীরা শোক র্যালি বের করলে পুলিশ এতে বাঁধা দেয়। এছাড়া ব্যানারও কেড়ে নিয়েছে।
এসময় পুলিশের সাথে যুবদল নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশি বাঁধার মুখে শ্লোগান দেয় যুবদল নেতা-কর্মীরা।
আরও পড়ুন- ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম, যুবদলনেতা রুবেল ফকির, শাহিন খান, সাদ্দাম হোসেন, খান সোহাগ প্রমুখ।
সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধাকে অগণতান্ত্রিক ও রাজনৈতিক শোষণ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান যুবদলের নেতাকর্মীরা।