নেত্রকোনার মদনে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে খলিল মিয়া (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, খলিল মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সকালে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে গেলে মৃগী রোগ দেখা দেয়। এতে সে পানিতে ডুবে যায় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, পানিতে ডুবে খলিল মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এটি একটি দূর্ঘটনা হওয়ায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।