গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

আকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
  • আকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

    ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি | ফাইল ছবি এপি

Link Copied!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

শুক্রবার দুই নেতার মধ্যে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ টেলিফোন আলাপ হয় বলে জানান জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা আকাশ প্রতিরক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেছি এবং একসঙ্গে ইউক্রেনের আকাশ রক্ষায় কাজ করার বিষয়ে একমত হয়েছি।

জেলেনস্কি আরও জানান, ট্রাম্পের সঙ্গে তার যৌথ প্রতিরক্ষা উৎপাদন, যৌথ ক্রয় এবং বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। এই সময় যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা পাঠানো নিয়ে কিয়েভে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটি প্রশমনে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়টি সামনে আসে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক অজ্ঞাত ইউক্রেনীয় কর্মকর্তা ও আলোচনার বিষয়ে জানেন এমন একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার ক্রমবর্ধমান হামলার মুখে ট্রাম্প জেলেনস্কিকে আকাশ প্রতিরক্ষায় সহায়তার আশ্বাস দিয়েছেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।