গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

৪৫ বছর পর এশিয়ান কাপে বাংলাদেশ, মেয়েদের ইতিহাস

শীর্ষ সংবাদ ডেস্কঃ
জুলাই ২, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ আগেই মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে দিনের পরের ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করায় বাংলাদেশকে আর অপেক্ষা করতে হয়নি। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হবে মূল পর্ব।

আজ ইয়াংগুনে বাংলাদেশ ২-১ গোলে হারায় মিয়ানমারকে। গ্রুপে চারটি দলেরই দুটি ম্যাচ খেলা হয়েছে। বাংলাদেশ ২ ম্যাচে ৬, মিয়ানমার ৩, বাহরাইন ও তুর্কমেনিস্তান ১ পয়েন্ট করে পেয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের কাছে হারে, তাতেও সমস্যা নেই। মিয়ানমার জিতলেও হেড টু হেডে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। তবে এখন এত কিছুর হিসাব-নিকাশ আর দরকার পড়ছে না। আজ রাতেই বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেলো।

১৯৮০ সালে প্রথম বাংলাদেশের পুরুষ দল এশিয়ান কাপে খেলেছিল। ৪৫ বছর পর মনিকা-রুপনারা দাপট দেখিয়ে সেই পথ প্রথমবারের মতো অনুসরণ করলো। গ্রুপের শেষ ম্যাচ ৫ জুলাই। সেই ম্যাচে বাংলাদেশ দল এখন অনেকটাই নির্ভার হয়ে খেলতে পারবে। যদিও কোচ পিটার বাটলার ও তার দল শেষ ম্যাচ জিতেই চূড়ান্ত উৎসব করার পক্ষপাতী।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।