গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত, ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
জুন ৩০, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
  • মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত, ৫ হাজার টাকা জরিমানা

    অভিযান পরিচালনা করছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার

Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিয়মনীতি উপেক্ষা করে প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স হেলাল অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটো রাইচ প্রসেসিং মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান, মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল অভিযানে উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।