বাংলা কথাসাহিত্যের প্রখ্যাত লেখক জহির রায়হানের সৃষ্টি নিয়ে অনেক নাটক-সিনেমা তৈরি হয়েছে। মঞ্চেও এসেছে কিছু নাটক। সেই ধারাবাহিকতায় তার একটি উপন্যাস অবলম্বনে মঞ্চে আসতে চলেছে নতুন নাটক ‘আর কত দিন’।
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নাটকটি মঞ্চস্থ করবে অন্তর্যাত্রা নাট্যদল। এ নাটকের নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামী ২৭ জুন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন একই সময় ও স্থানে থাকবে দ্বিতীয় প্রদর্শনী।
নাট্য নির্দেশক রাকিবুল হক জানান, ‘এই নাটকে জহির রায়হানের লেখা উপন্যাসের মূল প্রশ্ন ‘আর কত দিন’ নতুন মাত্রায় উপস্থাপনের চেষ্টা করেছি। এ নাটকের মধ্য দিয়ে ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের লড়াই, বেঁচে থাকার সংগ্রাম, এবং বারবার শোষণের বিরুদ্ধে জেগে ওঠার অনিবার্যতা উঠে এসেছে মঞ্চে। উপন্যাসটির আবেদন সময়াতীত হলেও এর মঞ্চায়ন একটি চ্যালেঞ্জ ছিল। থিয়েট্রিক্যালিজম, কনস্ট্রাকটিভ ইজম ও জাদুবাস্তবতার থিম ব্যবহার করে নাটকটির রূপায়ণ করেছি।’
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী, সৌমিক বাগচী, সাজ্জাদুল ইসলাম শুভ, উন্মিতা চৌধুরী, অর্ণব মল্লিক, ইশতিয়াক আহমেদ, ঐন্দ্রিলা মজুমদার অর্ণা, সপ্তর্ষী বিশ্বাস, প্রজ্ঞা প্রতীতি, মুনতাহানা ফিজা, মুস্তাফিজ তোফা ও মুক্তাদিরুল ইসলাম সিফাত।
মঞ্চ পরিকল্পনায় রয়েছেন রাসেল ইসলাম, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস। পোশাক ও সংগীত পরিকল্পনা করেছেন শাহীনুর আক্তার প্রীতি ও অর্ণব মল্লিক।