ঢাকাTuesday , 4 March 2025

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আ’লীগের দোসররা : এ্যানী

Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিগত ১৫-১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষকে জিম্মি করেছেন, গুম-খুন করেছেন, লুটপাট করেছেন এবং এই লুটপাটের টাকা তারা দেশের বাইরে পাচার করেছেন। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনার দোসররা সবাই পালিয়ে যায়নি। না পালানোর কারণে সেই লুটের টাকা এবং যারা এখনো গ্রেফতার হয়নি, তারা এই দেশে ষড়যন্ত্রে লিপ্ত।
মঙ্গলবার বেলা ৩টায় লক্ষ্মীপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে টুর্নামেন্টটিতে প্রায় ৩০টি দল অংশগ্রহণ করে।
এ্যানী বলেন, তারা চায় এ দেশে যেন একটি স্বাভাবিক প্রক্রিয়া না থাকে এবং সঠিক সময় নির্বাচন না হতে পারে। এজন্য তারা ষড়যন্ত্র করছে। এজন্য আমাদের খুব বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বর্তমানে একদিকে সংস্কার এবং অন্যদিকে নির্বাচন খুব বেশি জরুরি হয়ে পড়েছে। কারণ চারদিকে আমরা অস্থিরতা লক্ষ্য করছি। সেটা অর্থনৈতিক দিক থেকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের বৃদ্ধি, চুরি-ডাকাতি বা চাঁদাবাজি-সবই আমাদের দেশকে অস্থিতিশীল করে তুলছে। এসব ব্যাপারগুলোকে প্রতিহত করার জন্য আমাদের সুদৃঢ় ঐক্যটা থাকা প্রয়োজন। এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।
বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসলে সবাইকে নিয়ে, বিশেষ করে যারা আমরা একত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, তারা সবাই মিলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবো। এটাই বিএনপির পরিকল্পনা। তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে, যাতে ঐক্য বিনষ্ট না হয়।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যাপীর সভাপতিত্বে এবং কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহাবুব আলম মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রব শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. মহসিন কবির, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
শীর্ষ সংবাদ ডেস্কঃ

শীর্ষ সংবাদ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…