গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

অশোক লেল্যান্ড এর সার্ভিস সেন্টার এখন লক্ষ্মীপুরে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় গাড়ী উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান অশোক লেল্যান্ড-এর ‌ অথরাইজড সার্ভিস সেন্টার এখন লক্ষ্মীপুরে উদ্বোধন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী তারিখে লক্ষ্মীপুর ঝুমুর হলের পর্বে ময়দার মেইল সংলগ্ন ফারজানা মটর্স-এ অথরাইজড্ সার্ভিস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অশোক লেল্যান্ড-এর বাংলাদেশে ব্যবসায়িক প্রতিনিধি ইফাদ অটো সার্ভিস লিমিটেডের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল এহসান। বিশেষ অতিথি ছিলেন অশোক লেল্যান্ড-এর হেড অব সাভির্স আশিষ বানচুরি, অশোক লেল্যান্ড ‌ এর সার্ভিস ম্যানেজার ইউসুফ মিয়া, ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড ‌ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট তরুন কুমার সরকার। ইফাদ অটো সাভিসেস লিমিটেড জোনাল হেড রুহানুর সাগর, ইফাদ অটো লিমিটেড জোনাল সেলস্ ‌ ম্যানেজার নুর হোসেন নোমান।

লক্ষ্মীপুর ফারজানা মটরস্ স্বত্ত্বাধিকারী জহির উদ্দিন (জহির ডিলার)- এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী। সন্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, লক্ষ্মীপুর বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, শ্রমিক ইউনিয়ন দক্ষিন তেমুহনীর সাধারণ সম্পাদক আল মাসুদ, লক্ষ্মীপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ইকবাল হোসেন খোকন, লক্ষ্মীপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহ আলম। ফারজানা মটরস্ স্বত্ত্বাধিকারী জহির উদ্দিন (জহির ডিলার) বলেন, অশোক লেল্যান্ড-এর শত শত গাড়ী লক্ষ্মীপুরের সড়কে চললেও পূর্বে সূদুর ফেনী ও কুমিল্লায় সার্ভিস সেন্টার থাকায় গাড়ী ক্রেতা ভোগান্তির শিকার হতেন। সেই ভোগান্তি লাগবে লক্ষ্মীপুরে অথরাইজ্ সার্ভিস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ফারজানা মটরস্ থেকে গাড়ী ক্রয় ও বিক্রয়সহ দক্ষ মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্ধারা গাড়ীর সকল ধরণের সার্ভিসিং ও মেরামতের পাশাপাশি কোম্পানী দরে কোম্পানীর আসল যন্ত্রাংশ বিক্রি করা হবে বলেও জহির ডিলার বলেন।

নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।