ঢাকাMonday , 17 February 2025
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে রাতে বৈষম্যবিরোধী কমিটি, দুপুরে একাংশের পদত্যাগ

    Link Copied!

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাতে আরমান হোসাইনকে আহ্বায়ক ও সাহেদুর রহমান রাফিকে সদস্যসচিব করে ২৪০ জনের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছে কমিটির একাংশ।

    সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্র আন্দোলনের একাংশ।

    জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। ২৪০ সদস্যের ওই কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও রয়েছে ৪৮ জন যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব ৫৫ জন, ১৬ জন সংগঠক ও সদস্য সংখ্যা ১১৭ জন।

    অপরদিকে, মুখ্য সংগঠক হিসেবে সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র মো. বাইজিদ হোসাইন রয়েছেন। এই কমিটি ঘোষণার পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ ও হতাশা। কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্র আন্দোলনের একাংশ।

    সংবাদ সম্মেলনে বর্তমান কমিটিতে যুগ্ম সদস্যসচিব আবদুর রহিম ও মেহেদী হাসান নিরব অভিযোগ করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্ট যারা জীবন-বাজি রেখে মাঠে ময়দানে ছিল। তাদেরকে মূল্যায়ন না করে অন্য জেলার লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালী জেলার বাসিন্দা। পাশাপাশি লক্ষ্মীপুর সরকারি কলেজের শিবিরের সভাপতি ছিলেন। কিন্তু এই কমিটিতে সাধারণ ছাত্রদের না রেখে শিবিরের কমিটি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।’

    ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে যোগ্য ছাত্রদের দিয়ে নতুন কমিটি করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক নেতা পদত্যাগ করেছেন। এটি আরও বাড়বে বলে জানান তারা। পাশাপাশি নতুন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ছাত্র-জনতা নিয়ে পাল্টা কমিটি করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন কমিটিতে স্থান পাওয়ায় যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান হাসিব, মতিউর আরিফ, ইকরাম মাহমুদ ফাহাদ ও সাকিবুল আলমসহ ৩০জন।

    এদিকে লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন সাংবাদিকদের বলেন, একটি গোষ্ঠী বর্তমান এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে এসব কথাবার্তা বলছেন। জুলাই-আগস্টে যারা মাঠে ছিলেন, তাদের দিয়ে কমিটি করা হয়েছে। এটি চমৎকার একটি কমিটি হয়েছে। আগামীতে এই কমিটির মাধ্যমে ছাত্র-জনতা তাদের অধিকারের জন্য কাজ করবে বলে জানান তিনি।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 772

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…