ঢাকাThursday , 6 February 2025
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে বিক্ষুব্ধদের ভাঙচুর-আগুন

    শীর্ষ সংবাদঃ
    February 6, 2025 3:25 pm
    Link Copied!

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরর বাড়িতে অগ্নিসংযোগ ও গুঁড়িয়ে দিতে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

    বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে একদল ছাত্র-জনতা গেট ভেঙে বাড়িটিতে প্রবেশ করে।

    ওবায়দুল কাদেরর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য একদল ছাত্র-জনতা দুপুর ১টার দিকে বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকে। বিক্ষুব্ধদের একাংশ দ্বিতল ভবনে ঢুকে ভেতরে থাকা কিছু আসবাবপত্র ছুড়ে নিচে ফেলে দেয়। পরে সেসবে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা ভবনের ওপরেও আগুন দেয়। বুধবার দুপুর পৌনে ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর চলছে।

    এছাড়া, ওবায়দুল কাদেরের বাড়ির পাশে অবস্থিত তার ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

    জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করবে, তাদের এই পরিণতি হবে। বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

    এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ওবায়দুল কাদেরের বাড়িতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। এরপর স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরও ভাঙচুরের করার ঘোষণা দেন তারা।

    এ বাড়িটি ওবায়দুল কাদেরের জন্মস্থান ও তার ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত সাবেক মেয়র মির্জা কাদেরেরও বাসভবন।

    ৫ আগস্ট রাতে এ বাড়িটি একবার ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এরপর বাড়িটি কিছুটা সংস্কার করা হয়।

    শীর্ষ সংবাদ/ নয়ন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4982

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…