ঢাকাFriday , 10 January 2025
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির

    Link Copied!

    ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইব্রাহিমকে সভাপতি ও মাওলানা জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মাওলানা দেলাওয়ার হোসাইন ও মহিউদ্দিনকে সহসভাপতি করা হয়েছে।

    শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টার মিলনায়তনে আয়োজিত মজলিসে শূরার অধিবেশনে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।

    অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মাওঃ এ বি এম জাকারিয়া।

    জেলা সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিমের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতা রেজাউল করিম সেলিম আটিয়া, শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি ইউনুস খাঁন প্রমুখ।

    সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন, বিগত সরকার তার ফ্যাসিবাদি ব্যবস্থা দিয়ে মানুষদেরকে কোনঠাসা করে রেখেছিল। এখনো কেউ কেউ ফ্যাসিবাদি পদ্ধতিতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। ফ্যাসিবাদি ব্যবস্থা দূরীকরণের জন্য প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। যেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ স্বস্তি ফিরে পাবে।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 739

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…