ঢাকাFriday , 10 January 2025

লক্ষ্মীপুরে ৫শ হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন

Link Copied!

লক্ষ্মীপুরে সরকারীভাবে ৫শ হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। শুক্রবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে শহরের সরকারী আদর্শ সামাদ সরকারী উচ্চ দ্যিালয় মাঠে এসব কম্বল বিতরন করা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও উপজেলার উপজেলার বিভিন্ন স্থানে মাদ্রাসা, এতিমখানা ও বাসটার্মিনালসহ বিভিন্ন স্থানে সরকারীভাবে কয়েকশ কম্বল বিতরন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছিন্নমূল.হতদরিদ্র,অসহায় ও দু:স্তদের মাঝে পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে ¦সেব কম্বল বিতরন করা হয়। এটি অব্যাহত রাখা হবে।

এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, মানুষ শীতে যেন কষ্ট না পায়। সেদিকে জেলা প্রশাসনের নজর রয়েছে। প্রত্যেক অসহায় ও দু:স্ত মানুষের পাশে সরকার ও জেলা প্রশাসন রয়েছে। ইতিমধ্যে প্রত্যেক উপজেলায় সরকারীভাবে কম্বল বিতরন করা হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে খেটে খাওয়া মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে,গভীররাতে শীতার্থদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরন করা হয়। এটি অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি।

শীর্ষ সংবাদ ডেস্কঃ

শীর্ষ সংবাদ ডেস্কঃ

প্রতিবেদক

ঢাকা

সর্বমোট নিউজ: 818

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…