ঢাকাTuesday , 7 January 2025
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • বিমানবন্দরে গ্রেপ্তার লক্ষ্মীপুরের সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন আলম

    Link Copied!

    লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন আলমকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় তাকে।

    আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শাহীন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি করা ছাত্রলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহীন ৪ শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ঘটনার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শাহীন। সোমবার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’

    গত ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে একের পর এক গুলি ছুঁড়ে শাহীন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান শাহীন। ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় ‍দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০০ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীকে আসামি করা হয়।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 739

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…