ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলছেন, আওয়ামী লীগ যতো লাফাবে ততো প্যাচাবে। বেশি লাফালাফি করলে কোন কোন গর্তে পালিয়ে আছেন বাংলাদেশের জনগণ বের করে নিয়ে আসবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাটে ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন।
রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ একটি কুলাঙ্গারের দল। তারা বলতো শেখ হাসিনা পালায় না, কিন্তু ঠিকই সবার আগে দিল্লিতে পালিয়ে গিয়েছে। কাপুরুষের মতো পালিয়ে নানান ষড়যন্ত্র করছে। তারা এখন সচিবালয়ে আগুন দিচ্ছে। নানান বেশে আবির্ভূত হচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুশাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সফিক উল্যাহ ও সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত।