ঢাকাSaturday , 7 December 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ৩ জানুয়ারি শুরু হচ্ছে কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬

    জে এম আলী নয়ন
    December 7, 2024 5:18 pm
    Link Copied!

    আগামী ৩ জানুয়ারি রাজধানীর শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে শুরু হতে যাচ্ছে হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬। এটি বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটের অন্যতম বড় আয়োজন।

    এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’ টানা ষষ্ঠবারের মতো এই জমকালো টুর্নামেন্ট আয়োজন করছে।

    এই টুর্নামেন্টে ১৫টি দল অংশগ্রহণ করবে। দলগুলো তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নামবে। খেলার সময়সূচি জানুয়ারির ৩, ৪, ১০, ১১, ১৭, ১৮, ২৪, ২৫ এবং ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

    আয়োজকদের মতে, এবারের টুর্নামেন্ট টেপ টেনিস ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় এবং বড় পুরস্কারের আয়োজন হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে একটি আকর্ষণীয় ট্রফি এবং ৫ লাখ টাকা পুরস্কার এবং সেই সাথা রানার্স আপ দলের জন্য থাকছে একটি আকর্ষণীয় ট্রফি এবং ২ লাখ টাকা পুরস্কার।

    গত ৫ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের জার্সি উন্মোচন, গ্রুপ ড্র এবং ট্রফি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক এবং সাবেক জাতীয় দলের তারকা ক্রিকেটার হান্নান সরকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেড-এর ডিএমডি ওয়াং শিয়াংজিং, চিফ ফিনান্সিয়াল অফিসার ফেং ষিনয়ু, সেলস ডিরেক্টর আশরাফুল আলম এবং মা ও শিশু জেনারেল হাসপাতাল বিয়ানীবাজার-সিলেট-এর নুর নবী রাজু। আমরাই কিংবদন্তীর এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর ম্যানেজার, অধিনায়ক ও আয়োজক কমিটির সদস্যরাও এই জমকালো আয়োজনে অংশ নেন।

    অনুষ্ঠানে হান্নান সরকার বলেন, বয়স ৪০-এর কোটায় থাকা ব্যক্তিদের অংশগ্রহণে এমন একটি টুর্নামেন্ট শুধু বিনোদন নয়, এটি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে সহায়তা করবে।

    তিনি আরও বলেন, এই আয়োজন বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬ এর পর্দা উঠছে ৩ জানুয়ারি

    ছবিঃ এমরান হোসাইন [শীর্ষ সংবাদ]

    হায়ার বাংলাদেশ লিমিটেড-এর ডিএমডি ওয়াং শিয়াংজিং তার বক্তব্যে বলেন, হায়ার সবসময় তরুণ প্রজন্ম এবং ফিটনেসকে গুরুত্ব দিয়ে কাজ করে। এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের ব্র্যান্ড তরুণদের উদ্দীপনা এবং সুস্থ জীবনযাত্রার প্রতি উৎসাহিত করার চেষ্টা করে, যা এই আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    ‘আমরাই কিংবদন্তী’ নামের ফেসবুকভিত্তিক গ্রুপটি এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। প্রতিবছর তারা বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে এবং ক্রীড়া সংস্কৃতি প্রচারের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করে। এই আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি অংশগ্রহণকারীদের জন্য একটি পুনর্মিলনী এবং বন্ধুত্বকে উদযাপনের উপলক্ষ।

    এবারের টুর্নামেন্টের আকর্ষণীয় দিকগুলোর মধ্যে রয়েছে বড় প্রাইজ মানি এবং জমকালো আয়োজন। অংশগ্রহণকারী দলগুলো তাদের সেরাটা দিয়ে লড়বে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হলে প্রতিটি দলকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আয়োজকদের আশা, এই আয়োজন দেশের টেপ টেনিস ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং এক নতুন মাত্রা যোগ করবে।

    হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬ টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং বন্ধুত্ব উদযাপনের এক অনন্য পরিবেশ সৃষ্টি হবে। এটি অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য যেমন একটি সুযোগ, তেমনি ক্রিকেটপ্রেমীদের জন্যও বিশেষ আনন্দের উপলক্ষ। এই জমকালো আয়োজন প্রতিটি অংশগ্রহণকারী এবং দর্শকের কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

    শীর্ষ সংবাদ/নয়ন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০