ঢাকাThursday , 5 December 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের দাবির মুখে বরখাস্ত সেই শিক্ষিকা

    Link Copied!

    লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    পত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক ফরিদা ইয়াছমিনের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান থাকায় তাঁকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন প্রবিধানমালায় বর্ণিত সুবিধাদি প্রাপ্য হবেন।

    এর আগে গতকাল বুধবার পরীক্ষা বর্জন করে অভিযুক্ত শিক্ষক ফরিদা ইয়াছমিনের অপসারণ ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষক ফরিদা ইয়াছমিন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কথায় কথায় মানসিক নির্যাতনসহ নানাভাবে শিক্ষার্থীদের নাজেহাল করে আসছেন।

    এ নিয়ে ‘শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা’ শিরোনামে বুধবার শীর্ষ সংবাদ’এ একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন।

    ৭ম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা আক্তার ও মাইশা আক্তার, ৮ম শ্রেণির তানজিলা আক্তার ও ৯ম শ্রেনীর শিক্ষার্থী মৌমিতা বেগমসহ অনেকেই জানায়, তাদের দাবি মেনে সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করায় খুশি আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ায় আজ বৃহস্পতিবার পরীক্ষায় অংশ নিয়েছে তারা।

    লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লিটন চন্দ্র দেবনাথ বলেন, ‘অভিযুক্ত সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর বৃহস্পতিবার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তবে বুধবারের পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। দাবি পূরণ হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে গেছে। বর্তমানে বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

    প্রসঙ্গত, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিনের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ রয়েছে। এসব কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছিল।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 739

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…