ঢাকাSunday , 24 November 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • আওয়ামী লীগ এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি: এ্যানী

    Link Copied!

    বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চায়নি। ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ। বরং পুরো জাতিকে হুমকি দিচ্ছে। এজন্য সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। নয়তো তারা সুযোগ নিয়ে আবার দেশে বিশৃঙ্খলা করতে পারে। কারণ তারা ষড়যন্ত্রে লিপ্ত।

    রোববার বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়াম মাঠে মাসব্যাপী দেশীয় শিল্প ও পূণ্য মেলায় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ্যানি বলেন, একসময় আওয়ামী লীগ মিছিল করেছে। এখন তারা সেই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। আমরা যারা লড়াই-সংগ্রাম , অত্যাচারিত-নির্যাতিত, গুম-খুনের শিকার হয়েছি। যদি আমরা এখন সজাগ না থাকি তারা এ বিপ্লবকে নস্যাৎ করে ফেলবে।

    বিএনপির শীর্ষ এ নেতা আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর করে ধরে রাখতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশটাকে দেখতে চাই সুন্দর বাংলাদেশ হিসেবে। আমি বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি। এ দায়িত্ব কি আমার একা? আমি কি আমার জন্য আন্দোলন করেছি? না। বিএনপি আন্দোলন করেছে দেশ ও দেশের জনগণের জন্য। ছাত্র-জনতার আন্দোলন ও দেশের জন্য। সুতরাং বিএনপির টার্গেট ও ছাত্রদের টার্গেট একই সূত্রে গাঁথা। আমাদেরকে একই লক্ষ্যে পৌঁছাতে হবে।

    বাফুফের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর নিমন্ত্রণে আয়োজিত দেশীয় শিল্প ও পূণ্য মেলায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ প্রমুখ।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 712

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০