লক্ষ্মীপুরে প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৫ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা। এরআগে সকাল ৯টা থেকে গনঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার এবং আহতের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনে আহত-নিহত পরিবারের সদস্য ও ছাত্রজনতা ।
বৃহস্পতিবার (২১নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা এ আন্দোলন করেন।
পরে বেলা পৌনে ২টায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহন ও আহতদের চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেয়। এতে বেলা ২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন, শহীদ আফনানের মা নাসিমা আক্তার, শহীদ সাব্বিরের বাবা আমির হোসেন, শহীদ শাওনের বাবা আবুল বাসার, আহত ফাহিম, আবদুল মতিন, সুজন, হারুন, ইউসুফ, সজিব সহ ছাত্র জনতা।