ঢাকাMonday , 11 November 2024
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুরে ৩৭ আইনজীবীকে সরকারি বিভিন্ন পদে নিয়োগ

    Link Copied!

    লক্ষ্মীপুরে ৩৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা–সরকারি কৌঁসুলিসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

    জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তারেক আল আমিন রিসাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

    এ ছাড়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন উর রশিদ ব্যাপারী। অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে সোহেল মাহমুদ ও একে তৌহিদুর রহমান নিয়োগ পেয়েছেন। আর সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন ৮ জন। অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ২০ আইনজীবী। এ নিয়ে ৩৭ জন আইনজীবীকে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছি। যে দায়িত্ব দেওয়া হয়েছে যেন সঠিকভাবে পালন করতে পারি সেটাই এখন আশা। পাশাপাশি মামলার জট কমাতে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার পান, সে চেষ্টা থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।’

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 711

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…